‘পথহারা পথিক’ তারেক রহমান

লন্ডনে বসে বিতর্কিত বক্তব্যের জন্য জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে ‘পথহারা পথিক’ বলেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 06:06 PM
Updated : 26 August 2014, 06:06 PM

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমান একজন পথহারা পথিক। লন্ডনে বসে তিনি ‘উই আর লুকিং ফর শত্রুজ’ স্টাইলে বক্তব্য দিচ্ছেন।

“যাদের বক্তব্যের এ অবস্থা তাদের রাজনীতির কী অবস্থা, ‍তা তো বোঝাই যায়। তিনি লন্ডনে বসে অন্ধকারে ঢিল ছুড়ছেন।”

২১ অগাস্টের গ্রেনেড হামলাসহ বিভিন্ন মামলা মাথায় নিয়ে লন্ডনে অবস্থানরত তারেক দুদিন আগে সেখানে এক সভায় আওয়ামী লীগকে ‘কুলাঙ্গারের দল’ বলেন।

তার আগেও কয়েকটি সভায় তিনি বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, যার কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগ নেতারা।  

বিএনপির সাথে আওয়ামী লীগের সংলাপে ‘অনাগ্রহ’ নিয়ে অনেকের অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “তাদের বলি, যারা ১৫ অগাস্ট ও ২১ অগাস্টের মতো দিনগুলোর অবতারণা করেছে তাদের সাথে কিভাবে সংলাপ হবে?

“তার ওপর বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে যদি খালেদা জিয়া তার কথিত জন্মদিন পালন করেন তাহলে কি সংলাপের কোনো সুযোগ থাকে?”

চবি শিক্ষক সমিতির সভাপতি বেনু কুমার দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চবি উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, উপ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী প্রমুখ।