প্রধানমন্ত্রীর ছবি ‘বিকৃতি’, গ্রেপ্তার ৪

পাবনা শহরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 02:36 PM
Updated : 26 August 2014, 02:36 PM

মঙ্গলবার বিকালে গ্রেপ্তাররা হলেন সাদ্দাম হোসেন (২৪), শহরের সিঙ্গা গাংকোলার মোহাম্মদ আলীর ছেলে মাহবুব হাসান শুভ (২৪), দ্বীপচরের আজহারুল ইসলামের ছেলে আক্কাস আলী আকাশ (১৬) ও নূরপুরের রাজাই মন্ডলের ছেলে সুমন (২৪)।

পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রীর বিকৃত ছবি বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে গোপনে এমন সংবাদ পেয়ে আটঘড়িয়ার পারখিদিরপুর বাজারের একটি কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শহরের আব্দুল হামিদ সড়কের হক সুপার মার্কেটের কোর আই প্লাস নামের একটি দোকান থেকে অন্য তিন যুবককে গ্রেপ্তার করা হয়।

অভিযানে সাদ্দাম ও অন্য তিন যুবকের দোকানের ডেস্কটপ ও ল্যাপটপ থেকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পাওয়া গেছে।

তাদের দোকানের কম্পিউটার ও মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, সদর থানার ডিউটি অফিসার আব্দুল হামিদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।