সচিব হলেন ৩ কর্মকর্তা

পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন জনপ্রশাসনের তিন কর্মকর্তা ফখরুল ইসলাম, এ কে এম আমির হোসেন ও মো. আশরাফ হোসেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 11:55 AM
Updated : 26 August 2014, 01:29 PM

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এদের পদোন্নতির আদেশ হয়।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ফখরুলকে সচিব করে আগের পদেই রাখা হয়েছে।

তিনি ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

ফখরুল এর আগে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক এবং জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

সরকারি কর্মকমিশনের (পিএসসি) ভারপ্রাপ্ত সচিব আমির হোসেনকেও সচিব করে আগের পদেই রাখা হয়েছে।

তিনি এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

পদোন্নতি পাওয়া অন্যজন আশরাফ জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

কিছু দিন পরেই আশরাফের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এজন্য তাকে কোথাও পদায়ন করা হয়নি।

এর আগে গত ৭ অগাস্ট সাতজন ভারপ্রাপ্ত সচিবকে সচিব হিসাবে পদোন্নতি দেয়া হয়। সব মিলিয়ে এখন মোট সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জন।