সাড়ে ৪ হাজার বস্তা ‘চোরাই’ সিমেন্ট জব্দ

চোরাই সন্দেহে রাজধানীর মোহাম্মদপুরে হোলসিম ব্র্যান্ডের সাড়ে চার হাজার বস্তা সিমেন্ট জব্দ করেছে পুলিশ।

প্রধান অপরাধবিষয়ক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 01:02 PM
Updated : 23 August 2014, 03:59 PM

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, শনিবার সকালে মোহাম্মদপুরে বুড়িগঙ্গার তীর থেকে বস্তাগুলি জব্দ করা হয়।

এসময় মহিউদ্দিন এবং জামাল নামে দুজনকে আটক করা হয়েছে।

মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বার্জবোঝাই প্রায় সাড়ে চার হাজার বস্তা সিমেন্ট বুড়িগঙ্গার তীরে নামানোর সময় সেগুলোকে চোরাই বলে সন্দেহ হয়।

“কয়েকটি জায়গা থেকে সিমেন্টগুলো উদ্ধার করা হয়েছে। সেগুলো জব্দ করার প্রক্রিয়া চলছে। আইনানুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় ব্যবসায়ী কালাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বার্জবোঝাই সিমেন্টগুলো সুনিবিড় হাউজিংসংলগ্ন বেড়িবাঁধের ঘাট এলাকা থেকে ভোরে পুলিশ আটক করে। এসব বস্তার মধ্যে কিছু পাশের নবীনগরে নামানো হয়।

হোলসিম সিমেন্টের বিতরণ বিভাগের প্রধান আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা নির্ধারিত পরিবহন ব্যবসায়ীদের মাধ্যমে ক্রেতাদের সিমেন্ট সরবরাহ করে থাকেন। এক ব্যবসায়ীর চাহিদা অনুযায়ী এসব সিমেন্ট আমিনবাজারে নামানোর কথা ছিল।

“এগুলো চুরি হযে থাকতে পারে। তবে পুলিশ তা তদন্ত করে বের করবে।”