জয়ন্তীর মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি

সাংবাদিক পান্না বালার স্ত্রী স্কুল শিক্ষিকা জয়ন্তী সরকারের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক-কর্মচারীরা।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 12:33 PM
Updated : 23 August 2014, 12:33 PM

শনিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে ওই স্কুলে জয়ন্তীর সহকর্মীরা মানববন্ধন করেন।

এ হত্যার জন্য জয়ন্তীর স্বামী প্রথম আলোর ফরিদপুর জেলা প্রতিনিধি পান্না বালাকে দায়ী করছে তার স্বজনরা।

আধঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সানরাইজ স্কুল পরিচালনা পরিষদের সভাপতি অনিমেষ রায়, অধ্যক্ষ অপরেশ রায় অপু, শিক্ষিকা মাহমুদা আক্তার, রেজাউল করীম জুয়েল প্রমুখ।

বক্তারা জয়ন্তীর মৃত্যুর সঠিক তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবি করেন।

গত ১ অগাস্ট প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালার ঝিলটুলীর বাড়ি থেকে তার স্ত্রী স্কুল শিক্ষিকা জয়ন্তী সরকারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

যৌতুকের জন্য নির্যাতনের পর হত্যার অভিযোগ এনে জয়ন্তীর ভাই মনোজ সরকার পান্না বালাসহ তিন জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওই রাতেই পুলিশ পান্না বালাকে আটক করে। ওই মামলায় সম্প্রতি পাঁচ দিনের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে রয়েছেন তিনি।