জামালপুরে বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ

জামালপুর পৌর এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ গ্রাহকরা।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 12:01 PM
Updated : 23 August 2014, 12:01 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের গ্রাহকরা বিক্ষোভ মিছিল করে জামালপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ বিভাগ ও শেখের ভিটা সাবস্টেশন ঘেরাও করেন।

এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা পিডিবির বিতরণ বিভাগের অফিসের জানালা ও আসবাবপত্র ভাংচুর করেন।

জামালপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী এস এম ইকবাল হোসেন জানান, এক মাসের মধ্যে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করাসহ সকল অনিয়ম বন্ধের প্রতিশ্রুতি দেয়ার পর তারা চলে গেছেন।  

পিডিবি কার্যালয় চত্বরে বিক্ষুব্ধ গ্রাহকরা প্রতিবাদ সমাবেশও করেন।

সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার রামনগর এলাকার মোখলেছুর রহমান, রশিদপুরের কাউছার আহম্মেদ, দেউরপাড় চন্দ্রার ফজলুল হক, মতিউর রহমান চৌধুরী প্রমুখ। 

গ্রাহকদের অভিযোগ, জামালপুর পিডিবি অবৈধভাবে পৌরসভার বাইরে মেলান্দহের চরাঞ্চলে সংযোগ দিয়েছে। ফলে শহরে বিদ্যুতের চাপ কমে গেছে।

এছাড়া পিডিবিতে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। মিটার না দেখে গ্রাহকদের উপর অতিরিক্ত বিল চাপিয়ে দেয়া হচ্ছে।

তারা দ্রুত এসব অনিয়ম ও দুর্নীতির অবসান চান।