নির্বাচন না হলে মার্শাল ল হতো: নাসিম

গত ৫ জানুয়ারিতে সংসদ নির্বাচন না হলে দেশে সামরিক আইন জারি হতো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 10:36 AM
Updated : 23 August 2014, 10:36 AM

শনিবার সিরাজগঞ্জ সদরে মেছড়া ইউনিয়নের দক্ষিণ আগনাদিঘি এলাকায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন।

নাসিম আরো বলেন, “দেশের অগ্রগতি চলমান রাখতে ওই নির্বাচন করতে হয়েছে। বিএনপি নির্বাচনের ট্রেন মিস্ করে এখন আন্দোলনের কথা বলছে। তাদের মনে রাখতে হবে, দেশের জনগণ এই সরকারকে পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে। নির্দিষ্ট সময়ের আগে দেশে কোনো সংসদ নির্বাচন হবে না।”

আগনাদিঘি এলাকার মানষকে নাসিম বলেন, বন্যার পর এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে ক্ষতিগ্রস্ত ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা পুনসংস্কার করা হবে।

এ সময় জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এসএম এমরান হোসেন, সিভিল সার্জন শামস উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন, থানা আওয়ামী লীগের সভাপতি গাজী আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।