মেঘনায় ডুবোচরে লঞ্চ আটকা

চাঁদপুরে মেঘনা নদীতে ডুবোচরে আটকা পড়েছে ‘এমভি সাত্তার খান-১’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 06:16 AM
Updated : 23 August 2014, 06:16 AM

হাইমচর উপজেলার গাজীপুরের চরমনিপুর এলাকায় আটকা পড়া লঞ্চের যাত্রীদের শনিবার বেলা ১১টায় এমভি রফ রফ-২ নামের একটি লঞ্চ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।

তবে জোয়ারের আগে লঞ্চটি উদ্ধার করা যাবে না জানিয়ে চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান বলেন, কাগজপত্রসহ লঞ্চটি জব্দ এবং কর্মচারীদের আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উদ্ধার হওয়া যাত্রী মো. হাসান, আবু ইউসুফ পান্না, রোমানা বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়। রাত সাড়ে ১০টায় চাঁদপুরের মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়ে।

বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মো. মোবারক হোসেন বলেন, খবর পেয়ে সকালে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ কর্মকর্তাসহ পুলিশ এমভি রফ রফ-২ লঞ্চ নিয়ে রওনা হয়।

চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, বেলা ১১টায় এমভি রফ রফ-২ লঞ্চটি ঘটনাস্থলে গিয়ে ট্রলারের সাহায্যে আটকাপড়া লঞ্চযাত্রীদের উদ্ধার করে।