নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত একটি শিল্প কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 06:02 AM
Updated : 23 August 2014, 08:18 AM
শনিবার সকালে উপজেলার মদনপুর এলাকায় পারটেক্স আর্টিকেল বোর্ড কারাখানার আন্দোলনরত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে এ সংঘর্ষ হয়।

এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বন্দর থানার ওসি আকতার মোর্শেদ জানান, পারটেক্স পার্টিকেল বোর্ড কারাখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে। সকালে তারা মহাসড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উঠিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা, সকাল সাড়ে ৮টার দিকে কারখানার কয়েকশ’ শ্রমিক কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে সড়কের উপরে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে দেয়। পুলিশ প্রথমে এসে শ্রমিকদের সড়ক থেকে উঠে যাওয়ার জন্য বলে। শ্রমিকেরা না যাওয়ায় সকাল সাড়ে ৮টায় অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের লাঠিপেটা শুরু করে। এ সময় শ্রমিকেরাও পাল্টা ইটপাটকেল ছুড়লে উভয় পক্ষের মধ্যে প্রায় আধঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়।

সকাল সাড়ে ৯টার দিকে অতিরিক্ত পুলিশ এলে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

এ ব্যাপারে যোগাযোগ করেও পারটেক্স গ্রুপের কারো কোন বক্তব্য পাওয়া যায়নি।