দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল শুরু

পদ্মায় প্রবল স্রোতে বন্ধ হয়ে যাওয়া ফেরি চলাচল শুরু হয়েছে। ভোর থেকে ১৩টি ফেরি চলছে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে।

রাজবাড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 05:46 AM
Updated : 23 August 2014, 05:56 AM

শনিবার সকালে বিআইডব্লিউটিসির দৌলতিদয়া ঘাট ম্যানেজার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেরি চলাচল শুরু হলেও এখনো প্রায় দুইশতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় আছে।

এদিকে কাওড়াকান্দি ঘাটের বিআইটিসির সহকারী ব্যবস্থাপক আবদুল বাতেন জানিয়েছেন, সকাল থেকে সব ফেরি চলছে, তবে ধীর গতি। তাই প্রচুর গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।

এর আগে শুক্রবার প্রবল স্রোতে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ রক্ষার দুই প্রধান পথ মাওয়া ও পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ জটের সৃষ্টি হয়।

প্রতিকূল পরিস্থিতিতে রাতে মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরির সংখ্যা কমিয়ে দেয় কর্তৃপক্ষ। ফলে চার ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে যায় কয়েক হাজার যানবাহন।

এদিকে দীর্ঘ জট সৃষ্টি হওয়ায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল পর্যন্ত বাস ও ট্রাক চালকদের পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।