নারায়ণগঞ্জে নিহত নজরুলের ওয়ার্ডে নির্বাচন

নারায়ণগঞ্জে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শূন্য ওয়ার্ডের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 03:32 AM
Updated : 23 August 2014, 10:01 AM

শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি (সিংহ), অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও ২০ দলীয় প্রার্থী ইকবাল হোসেন (আপেল ) ও মাসুম রানা (পদ্ম ফুল)।

নিহত কাউন্সিলর নজরুল

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিপুল সংখ্যক বিজিবি, র‌্যাব ও পুলিশ মোতায়েন  করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান।

জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি, পাইনাদী, মৌচাক, নতুন মহল্লা, আব্দুল আলী পুল, হীরাঝিল, মুজিববাগ, মিতালী মার্কেট এলাকা নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ড গঠিত।

এই ওয়ার্ডের মোট ভোটার ১৬ হাজার ৭শ’ ২৯। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৫শ’ ১৬ এবং মহিলা ৮ হাজার ২শ’ ১৩। নির্বাচনের মোট কেন্দ্র ৮টি।