ফরিদপুরে গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

ফরিদপুরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2014, 04:17 PM
Updated : 22 August 2014, 04:17 PM
শুক্রবার দুপুরে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামে এ সংঘর্ষে আহতদের মধ্যে আবুল বাশার (৬০) নামের একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অপর আহতদের মধ্যে রয়েছেন ফরিদ হোসেন (৫৫), জামাল উদ্দিন (৪৫), আব্দুল মান্নান (২৫), আলি মিয়া (৩৫), তোতা মিয়া (৫৫), হাসমত আলি (২৫), সালাহ উদ্দিন লাল্টু (৪০), ইলিয়াছ মোল্লা (৩০), তাহমিনা বেগম (৩৫), মামুন (২৫), উলফাত (২৩), মঞ্জুরুল ইসলাম (৩৫), আব্দুস ছালাম (৭০), আছিয়া বেগম (৬০), শাহাজাহান মোল্লা (৪০), উজ্জল মোল্লা (২৫), আজিজার মোল্লা (৬০), ফরহাদ মোল্লা (৩০), রহিমা বেগম (৬০), ইলিয়াছ হোসন (২৫) ও মোতালেব আমিন (৫৫)।

আলফাডাঙ্গা থানার এসআই আনোয়ার হোসেন জানান, উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের ওয়াজেদ মোল্লার ব্লক থেকে সম্প্রতি একটি স্যালো মেশিন চুরি হয়। এ ঘটনায় ফরিদ মেম্বারের লোকদের নামে ওয়াজেদ মোল্লা মামলা করেন।

পরবর্তীতে ফরিদ গ্রুপের লোকজন আদালত থেকে জামিন পাওয়ার পর জানতে পারে ওয়াজেদ মোল্লা মামলা করেছেন। 

এর জেরে শুক্রবার বেলা ১১টার দিকে পাড়াগ্রামের কায়েম মোল্লার বাড়ির সামনে দু’গ্রুপের কথা কাটা কাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

পরে খবর পেয়ে আলফাডাঙ্গা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।