দর্শনার্থীর উপর খাদেমের হামলা, আহত ৫

বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.) মাজারে কথা কাটাকাটির জেরে দর্শনার্থীদের উপর খাদেমদের হামলার অভিযোগ পাওয়া গেছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2014, 04:01 PM
Updated : 22 August 2014, 04:01 PM

শুক্রবার বিকালে মাজারের ঘাটে ওই হামলায় নারীসহ অন্তত পাঁচজন আহত হন।

আহতদের চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- বাবু শেখ (১৯), মুজিবর রহমান (৪২), মনিরা বেগম (৪০) ও চম্পা বেগম (২৮)।

এদের মধ্যে বাবু শেখকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

আহত মুজিবর রহমান জানান, খুলনা মহানগরীর মিস্ত্রিডাঙ্গা এলাকা থেকে তারা ১৮/২০ জন মানত দিতে মাজারে এসেছিলেন।

“বিকালে মাজারের দীঘিরপাড়ে মানতের খাবার রান্নার সময় মাজারের খাদেম পরিবারের এক সদস্যদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ১০/১২ জন নারী-পুরুষ লাটিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।”

বাগেরহাট মডেল থানার এসআই বিপ্লব হোসেন বলেন, বিষয়টি নিয়ে মাজার পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা হয়েছে।

হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

দর্শনার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মাজারের প্রধান খাদেম শের আলী ফকির।

হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।