বগুড়ায় ২৯ বিদ্যালয়ে বন্যার পানি 

বন্যার পানি ওঠায় বগুড়ার সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলা উপজেলার ৪৬টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2014, 02:14 PM
Updated : 22 August 2014, 02:14 PM
বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, সারিয়াকান্দিতে ২৯টি, সোনাতলায় ১১টি ও ধুনটে ৬টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি উঠেছে। শিক্ষকরা স্কুলে গেলেও বন্যার কারণে ছাত্র-ছাত্রীরা স্কুলে আসছে না।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম জানান, যমুনার পানি সারিয়াকান্দি পয়েন্টে বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুতুবপুরের ধলিরকান্দি থেকে কামালপুরের টিটুর মোড় পর্যন্ত ৮ কিলোমিটার বাঁধ ঝুকিপূর্ণ হয়ে পড়েছে বলেও তিনি জানান।