আগারগাঁওয়ে দুর্ঘটনায় ছাত্র নিহত, বিক্ষোভ

সড়ক দুর্ঘটনায় এক ছাত্র নিহত হওয়ার পর রাজধানীর আগারগাঁওয়ে ঘণ্টাখানেক রাস্তা আটকে বিক্ষোভ করেছেন বেসরকারি গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2014, 01:36 PM
Updated : 22 August 2014, 07:34 PM

শুক্রবার বিকাল সোয়া ৬টার দিকের এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত সৈয়দ সাজিদুল ইসলাম গ্রিন ইউনিভার্সিটির ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি ফরিদপুরের বোয়ালমারীতে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দুজন হলেন- জসিম (৩৮) ও রিকাশাচালক আরিফুল ইসলাম (২৩)।

কাফরুল থানার উপপরিদর্শক সারোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি মাইক্রোবাস আইল্যান্ডের ওপর উঠে উল্টে গেলে রাস্তায় রিকশা ও মোটর সাইকেলে থাকা ওই পাঁচজন আহত হন।  

গুরুতর অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়ার পর গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজিদকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। 

কাফরুল থানার উপ-পরিদর্শক হাফিজ আহমেদ জানান, দুর্ঘটনার পর পুলিশ মাইক্রোবাস চালক নজরুলকে গ্রেপ্তার করেছে।   

এদিকে ছাত্র নিহতের খবর ছড়িয়ে পড়লে গ্রিন ইউনিভার্সিটির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সন্ধ্যার দিকে রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন। ফলে রোকেয়া সরণিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিলে আবার যান চলাচল শুরু হয়।