সাংবাদিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা

রাজধানীর সেগুনবাগিচায় বিনামূল্যে চিকিৎসা শিবির থেকে সেবা নিয়েছেন সাংবাদিকরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2014, 12:43 PM
Updated : 22 August 2014, 01:30 PM

শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নিজ কার্যালয়ে এই সেবার আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব)।

ক্র্যাবের সদস্য ছাড়াও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিকরা এই শিবির থেকে সেবা নেন।

ক্র্যাবের সভাপতি আখতারুজ্জামান লাবলু জানান, বারডেমের চিকিৎসক শেখ মুহাম্মদ আব্দুল্লাহ আল রাফি ও রিজওয়ান ইসলাম, সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক সুমাইয়া এহসান ও জাহিদ এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক সাজ্জাদ মাহমুদ চিকিৎসা দেন।

চিকিৎসার পাশাপাশি সদস্যদের তাৎক্ষণিকভাবে ডায়াবেটিক পরীক্ষাও করা হয়।