নওগাঁয় বাল্য বিবাহ ঠেকালো ভ্রাম্যমাণ আদালত

নওগাঁর সাপাহারে বিয়ে বাড়িতে গিয়ে বাল্য বিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2014, 12:32 PM
Updated : 22 August 2014, 12:32 PM
শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মিঞা এ আদালত পরিচালনা করেন।

নিবার্হী অফিসার রুহুল আমিন মিঞা জানান, দুপুরে উমইল গ্রামের এক কিশোরীর (১৫) সঙ্গে পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের দোস্ত মোহাম্মদের ছেলে ময়নুল ইসলামের বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল।

এ সংবাদ পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুলিশসহ তাৎক্ষণিক বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিবাহ বন্ধ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে বরের ও কনের বাবার কাছ থেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

এছাড়া বাল্য বিয়ে দেবেন না মর্মে তাদের কাছ থেকে মুচলেকাও নেয়া হয়, বলেন ইউএনও।