পিনাকের আরেক যাত্রীর লাশ উদ্ধার

ঝালকাঠীর নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতে এক যুবকের অর্ধগলিত লাশ পাওয়া গেছে, যেটি পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এর যাত্রীর বলে জানিয়েছে পুলিশ।

ঝালকাঠী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2014, 11:53 AM
Updated : 22 August 2014, 03:19 PM

নলছিটি থানার ওসি আবুল খায়ের জানান, শুক্রবার সকালে উদ্ধার মন্টু মোল্লা (২৪) গোপালগঞ্জের মোকছেদপুর উপজেলার কৃষ্ণাদিয়া গ্রামের আবদুস ছালাম মোল্লার ছেলে।

এই রকমই লাশ ভেসে উঠছে বিভিন্ন স্থানে। চাঁদপুরে ভেসে ওঠা পিনাকের এক যাত্রীর লাশ।

বিকালে মন্টুর চাচা বাবুল মোল্লা তার মরদেহ সনাক্ত করেন বলে পুলিশ কর্মকর্তা জানান।

এ নিয়ে পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এর ৪৯ যাত্রীর মৃতদেহ পাওয়া গেল।

গত ৪ অগাস্ট কাওড়াকান্দি থেকে তিন শতাধিক যাত্রী নিয়ে পদ্মা পার হয়ে মাওয়া যাওয়ার পথে মাঝনদীতে ডুবে যায় পিনাক-৬।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে নলছিটির মগড় এলাকায় লাশটি নদীতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পুলিশ যুবকটির পকেটে থাকা একটি বন্ধ মোবাইল ফোন পায়। ফোনের সিমটি অন্য একটি ফোনে যুক্ত করে ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে।

বিকাল সাড়ে ৩টার দিকে মন্টুর চাচা বাবুল মোল্লা এসে পরনের জামাকাপড় ও মোবাইল ফোন দেখে পচা ও অর্ধগলিত মরদেহটি সনাক্ত করেন, জানান ওসি খায়ের।