আড়াইহাজারে বাস-টেম্পুর সংঘর্ষে নিহত ৩

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বাস ও টেম্পুর সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2014, 09:18 AM
Updated : 22 August 2014, 09:19 AM

নিহতদের মধ্যে দুজন সর্ম্পকে স্বামী-স্ত্রী বলে জানালেও তাৎক্ষণিকভাবে সবার বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মনোহরদী থেকে ঢাকাগামী মেঘালয় পরিবহনের একটি বাসের সঙ্গে টেম্পুর সংঘর্ষ হয়। সংঘর্ষে টেম্পুর তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

বাসটি দ্রুত গতিতে পালানোর সময় দুটি রিকশা ও তিনটি সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে যায়। এঘটনায় অন্তত পক্ষে ২০ জন আহত হয়েছেন।

আহতদের আড়াইহাজার ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ধীরেন্দ্র চন্দ্র মহাপাত্র জানান, সংঘর্ষে নিহত তিন জনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

এদিকে এই হতাহতের ঘটনার পর গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ৪০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।