সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত 

সিরাজগঞ্জের রায়গঞ্জে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2014, 05:26 AM
Updated : 22 August 2014, 05:26 AM

নিহত সুলতান বগুড়ার শেরপুর উপজেলার উচুঙ্গী গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বিএম ইমদাদুল হক জানান, শুক্রবার ভোরে উপজেলার চান্দাইকোনা কলেজের সামনে এ দুর্ঘটনায় অপর ট্রাকচালকও আহত হয়েছেন।

আহত সলিমুল্লাহকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, ভোরে বগুড়া থেকে ঢাকাগামী ভুট্টা বোঝাই একটি ট্রাকের সামনের চাকা ফেটে চান্দাইকোনা কলেজের সামনে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীতমুখী অপর একটি ট্রাকের সঙ্গে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সুলতান নিহত হন।

দুর্ঘটনা কবলিত ট্রাক ও উৎসুক মানুষের জটলার কারণে মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ঘটনাস্থলের উভয় পাশে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

ক্ষতিগ্রস্থ দুটি ট্রাক সরিয়ে নেয়ায় সকাল ৯টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।