ঢাকা মেডিকেলে নবজাতক চুরি, ঘটনা তদন্তে কমিটি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতক চুরির ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2014, 03:12 AM
Updated : 22 August 2014, 03:12 AM

হাসপাতালের গাইনি ওয়ার্ডের সহযোগী অধ্যাপক কেএম শহীদুল্লাহকে প্রধান করে বৃহস্পতিবার রাতে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে ঢাকা মেডিকেলের উপ-পরিচালক মুশফিকুর রহমান জানিয়েছেন।

তবে তদন্ত প্রতিবেদন দিতে কমিটিকে নির্দিষ্ট কোন সময় বেধে দেয়া হয়নি বলে জানান তিনি।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১৩ নম্বর ওয়ার্ড থেকে রুনা বেগম (২৭) নামের এক নারীর একদিন বয়সী একটি ছেলে চুরি হয়। এ ঘটনায় ওই দিন বিকেলে থানায় একটি জিডি করে হাসপাতাল কর্তৃপক্ষ।

রুনার স্বামীর নাম কাওসার। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি হলেও রাজধানীতে শ্যামলীর জহুরি মহল্লায় বসবাস করেন।

রুনার মা গুলেনুর বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার তার মেয়েকে হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রুনার দুটি ছেলে হয়।

"পাশের ওয়ার্ডের এক রোগীর আত্মীয় পরিচয় দিয়ে ঘন ঘন দুই নবজাতকের কাছে এসে কোলে নিয়ে আদর করতো এক নারী। বৃহস্পতিবার সকালে ওই নারীই কৌশলে দুই নবজাতকের একটিকে নিয়ে যায়।"

অনেক খোঁজার পরেও শিশুটিকে না পেয়ে বিষয়টি হাসপতাল কর্তৃপক্ষকে জানানো হয় বলে জানান তিনি।