নাইট উপাধিতে ভূষিত চিত্রশিল্পী শাহাবুদ্দিন

চিত্রকর্মে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশি চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে সম্মানজনক নাইট উপাধিতে ভূষিত করেছে ফ্রান্স।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2014, 05:05 PM
Updated : 21 August 2014, 05:30 PM

প্যারিসে বসবাসরত মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী শাহাবুদ্দিনকে ফরাসি উপাধি নাইট ইন দ্য অর্ডার অফ দ্য আর্টস অ্যান্ড লিটারেচারে ভূষিত করা হয়েছে বলে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শিল্প ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য ১৯৫৭ সাল থেকে ফরাসি ও বিদেশি নাগরিকদের এ উপাধি দেয় ফ্রান্স।

এ উপাধি পাওয়ায় শাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বীর মুক্তিযোদ্ধা এই চিত্রশিল্পী তার এ অর্জনের মাধ্যমে শুধু নিজের নয়, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল করেছেন।”

শাহাবুদ্দিনের আগে ১৯৬৭ সালে ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ ও ২০১১ সালে মুকাভিনেতা পার্থ প্রতীম মজুমদার এ উপাধি লাভ করেন।

১৯৫০ সালে জন্মগ্রহণকারী শাহাবুদ্দিন বাংলাদেশ কলেজ অফ আর্টস অ্যান্ড ক্র্যাফটস থেকে স্নাতক করার পর ফরাসি সরকারের একটি স্কলারশিপ নিয়ে প্যারিসে যান।

গত তিন দশক ধরে তার চিত্রকর্ম বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হয়ে আসছে।

চিত্রকর্মে প্রাচ্য ও পাশ্চাত্য রীতির সম্মিলন ঘটিয়ে নতুন ধরনের একটি স্টাইল নিয়ে এসেছেন তিনি, যা তাকে ইউরোপীয় চিত্র প্রেমিকদের মাঝে অনন্য করে তুলেছে।

এর আগে ১৯৯২ সালে বার্সেলোনায় অনুষ্ঠিত অলিম্পিয়াড অফ আর্টসে ‘সমসাময়িক চিত্রকলার সেরা ৫০ চিত্রকর্মের’ মধ্যে শাহাবুদ্দিনের ছবিও স্থান পায়।