শনিবার কাউন্সিলর নজরুলের ওয়ার্ডে নির্বাচন

নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া ওয়ার্ড কমিশনার পদের উপ-নির্বাচন শনিবার হবে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2014, 04:07 PM
Updated : 21 August 2014, 04:07 PM

নির্বাচন কমিশনের ষোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাত ১২টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর  ওয়ার্ডের নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হচ্ছে।

জেলা নির্বাচন অফিসার মো. তারিফুজামান জানান, ইতিমধ্যে ভোট গ্রহণের জন্য প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ দেয়াসহ নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে।

নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিজিবি, র‌্যাব ও পুলিশ ভোটকেন্দ্রে মোতায়েন থাকবে বলে জানান তিনি।

উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। এর মধ্যে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি নির্বাচন করছেন সিংহ প্রতীক নিয়ে।

আর অন্য প্রাথীর্রা হলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন (আপেল)ও  মাসুদ রানা (পদ্ম ফুল)। 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডটি সিদ্ধিরগঞ্জের মিজমিজি, পাইনাদী, মৌচাক, নতুন মহল্লা, আব্দুল আলী পুল, হীরাঝিল, মুজিববাগ, মিতালী মার্কেট এলাকা নিয়ে গঠিত।

এওয়ার্ডের মোট ভোটার ১৬ হাজার সাতশ ২৯ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার পাঁচশ’ ১৬ জন এবং মহিলা ৮ হাজার দুশো ১৩ জন। নির্বাচনের মোট কেন্দ্র ৮টি।

গত ১৪ জুলাই এ ওয়ার্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণের পর হত্যা করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।