রিমান্ড শেষে ছেলেসহ পিনাক-৬ মালিক কারাগারে

পুলিশ হেফাজতে চার দিনের জিজ্ঞাসাবাদ শেষে পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এর মালিক আবু বকর সিদ্দিক কালু ও ছেলে ওমর ফারুক লিমনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মুন্সীগঞ্জ প্রতিনধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2014, 03:43 PM
Updated : 21 August 2014, 03:43 PM
বৃহস্পতিবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও লৌহজং থানার এস আই জুলহাস উদ্দিন জানান, রিমান্ড শেষে পিতা-পুত্রকে আদালতে হাজির করা হয়। এসময় তারা জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৪ অগাস্ট এমএল পিনাক-৬ লঞ্চটি পদ্মায় ডুবে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় র্যা ব চট্রগ্রাম থেকে পিনাক-৬ এর মালিক ও ঢাকা থেকে মালিক পুত্র লিমনকে গ্রেপ্তার করে মুন্সীগঞ্জের লৌহজং থানায় হস্তান্তর করেন।

পরে ১৮ অগাস্ট আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ।