বরিশালে ‘বন্দুকযুদ্ধে’ সর্বহারা ক্যাডার নিহত

বরিশালের বাবুগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে এক ‘চরমপন্থী’ নিহত হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2014, 03:36 PM
Updated : 21 August 2014, 03:36 PM
নিহত জলিল ওরফে কানা জলিল (৪৮) বরিশালের আঞ্চলিক সর্বহারা পার্টির কামরুল গ্রুপের সদস্য।  তিনি উপজেলার ঠাকুর মল্লিক গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিলন্দিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৮’র ১ নং কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন আবুল বাশার জানান, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, সাত রাউন্ড গুলি ও ২টি চাপাতি উদ্ধার হয়েছে।

বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে র‌্যাবের নিয়মিত টহল দল সিলন্দিয়া এলাকা অতিক্রম করার সময় একটি বাগানে কয়েকজনকে বৈঠক করতে দেখে চ্যালেঞ্জ করে। এসময় টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়া হলে পাল্টা র‌্যাবও কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই একজন নিহত হয়। বাকিরা পালিয়ে যায়।

জলিল তিনটি মামলায় দণ্ডপ্রাপ্তসহ মোট আটটি মামলার পলাতক আসামি বলে তিনি জানান।

বাবুগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, বাবুগঞ্জ থানায় দায়ের হওয়া ডাকাতির দুটি মামলায় জলিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।