বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে বন্দর নগরীর দেওয়ান হাট মোড়ে সড়ক অবরোধ করেছে একটি সোয়েটার কারখানার শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2014, 03:21 PM
Updated : 21 August 2014, 03:21 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ‘ক্রিসল্যান্ড সোয়েটার লিমিটেড’র শ্রমিকদের সড়ক অবরোধের ফলে রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

চট্টগ্রাম শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার কারখানাটির শ্রমিকদের বেতন দেয়ার কথা ছিল।

“কিন্তু মালিকপক্ষ আগামী সোমবার বেতন পরিশোধ করার ঘোষণা দিলে বিকালে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ ও ভাঙচুর করে এবং সন্ধ্যায় রাস্তায় নেমে আসে।”

সপ্তাহের শেষ কর্মদিবসের সন্ধ্যায় ব্যস্ততম দেওয়ান হাটে অবরোধের ফলে অফিস ফেরত যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

পুলিশ কর্মকর্তা আরিফ বলেন, “বিশৃঙ্খলা এড়াতে রাস্তায় শিল্প পুলিশের তিন প্লাটুন ফোর্স মোতায়েন করা হয়েছে।”

কারখানাটিতে সাড়ে তিন শ’ শ্রমিক কাজ করে উল্লেখ করে রাস্তা থেকে শ্রমিকদের সরিয়ে নেয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।