প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রাজশাহী শাখা সিলগালা

বেসরকারি প্রিমিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজির রাজশাহী শাখার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2014, 01:44 PM
Updated : 21 August 2014, 01:44 PM

রাজশাহী জেলা নির্বাহী ম্যাজজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দুপুরে মহানগরীর ভদ্রা এলাকায় একটি ভবনে স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ওই শাখায় অভিযান চালায়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড ও চেয়ার-টেবিলসহ সব মালামাল জব্দ করে শাখা কার্যালয় সিলগালা করে দেয়া হয় বলে  বোয়ালিয়া মডেল থানার ওসি আবদুস সোবহান জানান।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এই শাখাকে অবৈধ ঘোষণা করেছে।