শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হিসাবে নিয়োগের জন্য এ বছর নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এক লাখ ১৩ হাজার ২৯৭ জন চাকরিপ্রত্যাশী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2014, 12:20 PM
Updated : 22 August 2014, 03:03 AM

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (http://ntrca.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।

এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল জানিয়ে দেয়া হবে।

উত্তীর্ণরা বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের আবেদন করতে পারবেন।

এবারই প্রথম মাদ্রাসা ও করিগরি প্রতিষ্ঠানের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেয়া হয়।

গত ৩০ ও ৩১ মে অনুষ্ঠিত দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেন তিন লাখ ৬৫ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী। এই হিসাবে এবার পাসের হার ৩১ দশমিক ৭৩ শতাংশ।

স্কুল পর্যায়ে ২৮ দশমিক ৬২ শতাংশ এবং স্কুল পর্যায়-২ এ (মাদ্রাসা ও কারিগরি) ১৩ দশমিক শতাংশ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

কলেজ পর্যায়ের পরীক্ষায় পাসের হার ৪০ দশমিক ৩৯ শতাংশ।

স্কুল পর্যায়ে ৬৩ হাজার ৮৪০ জন, স্কুল পর্যায়-২ এ দুই হাজার ২১১ জন এবং কলেজ পর্যায়ে ৪৭ হাজার ২৪৬ জন চাকরি প্রত্যাশী এই পরীক্ষার মাধ্যমে নিবন্ধনের যোগ্য বিবেচিত হয়েছেন।

স্কুল পর্যায়ে দুই লাখ ২৩ হাজার ৩৭ জন, স্কুল পর্যায়-২ এ ১৬ হাজার ৯৮৩ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ ১৬ হাজার ৯৪২ জন প্রার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।