নীলফামারী থেকে অপহৃত শিশু রংপুরে উদ্ধার

দু’দিন আগে নীলফামারী থেকে অপহৃত হওয়া এক শিশুকে রংপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2014, 12:01 PM
Updated : 21 August 2014, 12:04 PM

অপহৃত জুনায়েদ (১৫ মাস) নীলফামারীর সদরের বাসিন্দা মীর্জা নুর মোহাম্মদের ছেলে।

রংপুর কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বৃহস্পতিবার দুপুরে রংপুর সদর উপজেলার শ্রীরামপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

পরে অপহরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়। তারা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার টেঙ্গনমারী গ্রামের একাব্বর আলীর ছেলে আনোয়ার হোসেন (৩২), একই উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মকবুল বেগের ছেলে মুকুল বেগ (১৬) ও ওহেদুল ইসলামের ছেলে রাশেদুল (১৮)।

ওসি আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবাইল ফোনের অবস্থান সনাক্ত করার মাধ্যমে ওই তিন যুবককে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আব্দুর রশীদ নামের এক ব্যক্তির বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার মীর্জা নুর মোহাম্মদ বেগের স্ত্রী শিরিন জাহান তাদের ছেলে জুনায়েদ ও গৃহকর্মী সুমি বেগমকে (১৫) বাড়িতে রেখে কর্মস্থলে যান।

বিকেলে বাড়ি ফিরে বাথরুমের মধ্যে সুমির মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা। জুনায়েদকে কোথাও খুঁজে না পেয়ে পরদিন রাতে জুনায়েদের বাবা বাদি হয়ে মামলা করেন।