কুঠিবাড়ির জমি উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির ছয় একর জমির উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2014, 07:22 AM
Updated : 21 August 2014, 07:47 AM

কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় অভিযান শুরুর পর দুটি বেসরকারি প্রতিষ্ঠান, তিনটি বাড়ি ও ৩০টি দোকান ভেঙে দেয়া হয়।

সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুরুল রহমানের নেতৃত্বে স্থানীয় প্রশাসন এই অভিযান শুরু করে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

শতাধিক পুলিশ ও র‌্যাব সদস্যও এ অভিযানে অংশ নিচ্ছেন। 

সৈয়দ বেলাল বলেন, শিলাইদহ কুঠিবাড়ির সৌন্দর্য্য ফিরিয়ে আনতে আশ-পাশের ছয় একর জমি অধিগ্রহণ করে সরকার। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা ওই জমির ওপর অবৈধ স্থাপনা গড়ে তোলে।

“আদালতের রায় অনুযায়ী উচ্ছেদ অভিযান চালিয়ে ওই জমি দখলমুক্ত করা হচ্ছে।”

যুগ্ম সচিব মঞ্জুরুল রহমান বলেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথের স্মৃতিধন্য শিলাইদহের এ কুঠিবাড়ি। সারা বিশ্বের মানুষ এ জায়গার নাম জানে। আমরা যারা বাঙালি তারা এ স্থানের জন্য গর্ব করি।”

তিনি জানান, ওই জমি প্রায় ১০ বছর অবৈধ দখলে ছিল।

“অবৈধ স্থাপনার জন্য দৃষ্টি প্রতিবন্ধক সৃষ্টি হয়েছিল। মানুষ ভাল করে দেখতে পারত না। এ স্থানকে প্রকৃত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার এখানে গবেষণা কেন্দ্র, লাইব্রেরি, থিয়েটার মঞ্চ ও রেস্ট হাউস নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এর সব কিছুই কুঠিবাড়ির সঙ্গে সামঞ্জস্য পূর্ণ ও নান্দনিকভাবে নির্মাণ করা হবে।”