আদালত থেকে পালানোর দেড় বছর পর গ্রেপ্তার

চট্টগ্রামের আদালত ভবন থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার দেড় বছর পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2014, 04:30 AM
Updated : 21 August 2014, 04:30 AM
বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানান, বুধবার সন্ধ্যার দিকে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে হাসান ওরফে বাইন্যা (২৫) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

একাধিক মামলার আসামি হাসান গত বছরের ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম আদালত ভবন এলাকা থেকে হাতকড়া নিয়ে পালিয়ে যায়।

ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসান আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে কোতোয়ালি ও বাকলিয়া থানায় অবৈধ অস্ত্র রাখা, পুলিশ হেফাজত থেকে পালানোসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে।”

কর্ণফুলী থানা এলাকার আবদুর রহমানের ছেলে হাসান নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকায় ভাড়া থাকতেন।