মালয়েশিয়ায় নিহত ৩ শ্রমিকের লাশ ঢাকায়

মালয়েশিয়ায় কংক্রিটচাপা পড়ে নিহত তিন শ্রমিকের মৃতদেহ ঢাকায় পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2014, 03:54 AM
Updated : 21 August 2014, 04:12 AM

শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মোতাজ্জের হোসেন জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিন শ্রমিকের মৃতদেহ দেশে পৌঁছায়।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ পরিচালক জাহিদ আনোয়ার বলেন, “বিমান থেকে মৃতদেহগুলো নামানোর পরপরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তারা মৃতদেহ যার যার গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।”

গত ১৮ অগাস্ট রাতে কোটা দামানসারা এলাকায় মাস র্যাপিড ট্রানজিটের নির্মাণাধীন একটি অবকাঠামোর (মনোরেল) ৪৯০ টন ওজনের একটি স্প্যান ভেঙে নিচে পড়লে চাপা পড়েন ওই তিন বাংলাদেশি।

ওই রাতেই ধ্বংস্তূপের নিচ থেকে মোহাম্মদ এলাহী হোসেনের (২৭) লাশ উদ্ধার করেনে উদ্ধারকর্মীরা। পরদিন দুপুরে উদ্ধার করা হয় মোহাম্মদ ফারুক খান (৩৮) ও মোহাম্মদ আলাউদ্দিন মল্লিকের (৩৪) লাশ।

এদের মধ্যে ফারুকের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। বাকি দুজনের বাড়ি পাবনায়।