জাদুঘরে যাচ্ছে প্রথম সংবিধান মুদ্রণযন্ত্র

বাংলাদেশের প্রথম সংবিধান মুদ্রণযন্ত্রটি সংরক্ষণের জন্য জাতীয় জাদুঘরে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 07:29 PM
Updated : 20 August 2014, 07:29 PM

ইংল্যান্ড থেকে আনা এই মুদ্রণযন্ত্রে ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম সংবিধান ছাপানো হয়েছিল।

মুদ্রণযন্ত্রটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এটি জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘ক্র্যাবট্রি ডাবল ডিমাই টু কালার অফসেট প্রেস’ (Crabtree Double Demy Two Color Offset Press) নামের যন্ত্রটি জাতীয় জাদুঘরে সংরক্ষণের জন্য শিগগিরই সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রীও এ বিষয়ে সম্মতি দিয়েছেন।

১৯৮৬ সালে অকেজো ঘোষণা করা মুদ্রণযন্ত্রটি বর্তমানে ঢাকায় মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের বিজি প্রেসে সংরক্ষিত আছে।