বালিয়াকান্দিতে শিক্ষিকার পিটুনিতে আহত ২০ ছাত্রী

তুচ্ছ কারণে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ২০ ছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 04:16 PM
Updated : 20 August 2014, 04:16 PM

বুধবার উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনায় আহত ১১ ছাত্রীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ অভিভাবকরা প্রধান শিক্ষিকা আক্তার জাহান রিনাকে তার কার্যালয়ে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। তারা প্রধান শিক্ষিকাকে প্রত্যাহার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।  

মারধরের শিকার শিক্ষার্থীরা জানায়, সকালে স্কুলে আসার পর প্রধান শিক্ষিকার নির্দেশে তারা শ্রেণিকক্ষ পরিষ্কার করে লাইব্রেরিতে ঝাড়– না রেখে ক্লাসে রাখে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষিকা তাদের নিয়ে চড়-থাপ্পর মারেন এবং বেত দিয়ে মারধর করেন।

এসময় তারা চিৎকার করলেও অন্য শিক্ষকরা কেউ এগিয়ে আসেননি বলে জানায় তারা।

খবর পেয়ে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার আহসান হাবীব ঘাটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।