পাটগ্রামে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেন ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও অন্তত সাত জন আহত হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 04:02 PM
Updated : 20 August 2014, 04:03 PM

বুধবার এ দুর্ঘটনায় নিহত সাহিদার রহমান (৪৫) পাটগ্রামের আলাউদ্দিননগর গ্রামের আমের আলীর ছেলে।

আহতদের মধ্যে চার জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী কি না জানা যায়নি।

পাটগ্রাম থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, সন্ধ্যার আগে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ৭১৪ নম্বর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন রেলক্রসিংয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে সাহিদার রহমানের মৃত্যু হয়।

আহতদের মধ্যে রয়েছেন পানবাড়ী বসুনিয়াপাড়া গ্রামের আমিনুর রহমান (৬০), মজিদুল ইসলাম (১০), জোংড়া ইসলামনগর গ্রামের ইউনুস আলী (৫৫) ও বাউরা নবীনগর গ্রামের ফরিদুল (৫০)।

এ চার জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান তিনি।

দুর্ঘটনার কথা লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানায় জানানো হয়েছে বলেও তিনি জানান।

এ ঘটনায় পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার উত্তম কুমার রায়ের সঙ্গে ফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।