স্থানীয় খেলোয়াড়দের কোচিংয়ে আনার সুপারিশ

ভাষাগত সমস্যা দূর ও অর্থ সাশ্রয়ে স্থানীয় খেলোয়াড়দের প্রশিক্ষণের মাধ্যমে কোচিংয়ে আনার সুপারিশ করেছে

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 02:33 PM
Updated : 20 August 2014, 02:33 PM

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদেশ থেকে কোচ আনতে আমাদের অনেক অর্থ ব্যয় হয়। তাছাড়া ভাষাগত পার্থক্যও একটি সমস্যা। এজন্য কমিটি এ সুপারিশ করা হয়েছে।

“এক্ষেত্রে আমাদের খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে কোচ হিসবে তৈরি করতে হবে।”

বর্তমানে ক্রিকেট, ফুটবল ও হকি দলের জন্য স্থায়ী বিদেশি কোচ রয়েছে। এছাড়া অন্যান্য খেলার ক্ষেত্রে ইভেন্ট ভিত্তিক বিদেশি কোচ আনা হয়।

রাসেল বলেন, “আমরা সব খেলার ক্ষেত্রে দেশি কোচের কথা বলেছি। বিদেশি কোচের জন্য আমাদের যে খরচ হয়, তার একটি অংশ যদি দেশি অভিজ্ঞ খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য খরচ করতে পারি তাহলে বিদেশি কোচের দরকার হবে না।”

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জুডো ফেডারেশনের অস্বচ্ছলতা দূর করতে মন্ত্রণালয়কে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেয়ার সুপারিশ করা হয়।  

কমিটির সদস্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, নাহিম রাজ্জাক, এএম নাঈমুর রহমান, মো. মাহবুব আলী, মো. নূরুল ইসলাম তালুকদার ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বৈঠকে অংশ নেন।