ফরিদপুর-রাজবাড়ী ট্রেন চলাচল শুরু

দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর বুধবার ফরিদপুর-রাজবাড়ী রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 01:03 PM
Updated : 20 August 2014, 01:03 PM

সন্ধ্যা ৬টা ৫মিনিটে ফরিদপুর শহরের লক্ষ্মীপুর রেল স্টেশনে ‘ফরিদপুর এক্সপ্রেস’ নামের ট্রেনটির যাত্রার উদ্বোধন করে রেলমন্ত্রী মুজিবুল হক।

ভবিষ্যতে ‘পদ্মা লিংকস’ প্রকল্পের আওতায় এ লাইন ঢাকার সঙ্গে সংযুক্ত হবে বলে জানান বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী-১ এএফএম মাসুদুর রহমান।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মো. মোশাররফ হোসেন জানান, জনবল সংকট থাকায় আপাতত তিনটি স্টেশনে ট্রেন থামবে। পর্যাপ্ত জনবল নিয়োগ দেয়ার পর পূর্ণরূপে চালু হবে রুটটি।

ছোটখাটো দুর্ঘটনা ও লোকসানের অজুহাতে ১৯৯৮ সালের ১৫ মার্চ ৩০ কিলোমিটার দীর্ঘ রাজবাড়ী-ফরিদপুর রেলপথটি বন্ধ হয়ে যায়। ২০১০ সালের ১০ মার্চ নতুন করে রেললাইনের কাজ শুরু হয়।

রেলপথ পুনর্নির্মাণের কাজ শেষে গত বছরের ২ নভেম্বর রাজবাড়ী সফরে এসে বিভিন্ন উন্নয়ন কাজের সঙ্গে রেলপথটিরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ রেলপথে ফরিদপুর ও রাজবাড়ী ছাড়া আরো পাঁচটি স্টেশন রয়েছে।

এগুলো হলো পাঁচুরিয়া, খানখানাপুর,  বসন্তপুর, আমিরাবাদ ও অম্বিকাপুর।

রাজবাড়ীতে আনন্দ সমাবেশ

রাজবাড়ী-ফরিদপুর রেলপথে ট্রেন চলাচল উদ্বোধন উপলক্ষে বুধবার সকালে রাজবাড়ী স্টেশনে এক আনন্দ সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যাবস্থাপক মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে অন্যান্যের মধ্যে রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলী, নারী সাংসদ কামরুন নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ীর জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান, পুলিশ সুপার রেজাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।