২১ অগাস্ট গ্রেনেড হামলা: বিচারের অপেক্ষায় স্বজনরা

২১ অগাস্ট গ্রেনেড হামলার বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন নিহত চাঁদপুরের আতিক উল্লাহ ও আবদুল কুদ্দুছের স্বজনরা।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 12:16 PM
Updated : 20 August 2014, 12:16 PM

কুদ্দুছের বড় ভাই হুমায়ুন কবির পাটওয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মা জীবদ্দশায় ছেলে হত্যার বিচার দেখে যেতে পারেননি। আমরা এখন ভাই হত্যার বিচার দাবি করছি।”

এ হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান তিনি।

আরেক নিহত আতিকের স্ত্রী লাইলী বেগম বলেন, “দশ বছর অতিবাহিত হতে চললেও কোনো বিচার হয়নি। আমরা দ্রুত গ্রেনেড হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

জেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি সম্পাদক ও মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু বলেন, “আমরাও চাই গ্রেনেড হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।”

২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলায় অন্য নেতাকর্মীসহ নিহত হন স্বেচ্ছাসেবকলীগ নেতা চাঁদপুরের হাইমচর উপজেলা আবদুল কুদ্দুস ও মতলব উত্তর উপজেলার পাঁচ আনী গ্রামের আতিক উল্লাহ সরকার।