ওয়াইফাই জোন হচ্ছে জয়দেবপুর জংশন

জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকাকে আগামী ১৫ দিনের মধ্যে ওয়াইফাই জোনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 12:02 PM
Updated : 20 August 2014, 12:02 PM

বুধবার দুপুরে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে ওয়াইফাই জোনের পাশাপাশি জংশন এলাকায় মনিটর স্থাপন করে যাত্রীদের ট্রেন ছাড়ার সময়সূচি জানিয়ে দেয়া হবে।

এছাড়া জংশনের নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলেও জানান তিনি। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, স্টেশন মাস্টার জিয়া উদ্দিন উপস্থিত ছিলেন।

</div>  </p>