চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় একটি পোশাক কারখানা বন্ধ করে দেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 06:03 AM
Updated : 20 August 2014, 06:03 AM
চট্টগ্রামের শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান জানান, বুধবার সাকাল সাড়ে ৮টার দিকে হাবিব গ্রুপের মালিকানাধীন ‘ভ্যালিয়েন্ট গার্মেন্টেস’ এর শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় বলে জানান তিনি।

চট্টগ্রাম শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তৈরি পোশাকের ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশের (অ্যাকর্ড) সুপারিশে কর্তৃপক্ষ ‘ভ্যালিয়েন্ট গার্মেন্টেস’ কারখানা ভবন পরিত্যাক্ত ঘোষণা করে। এ কারণে মালিকপক্ষ কারখানার ৯০০ শ্রমিককে সোমবার থেকে তাদের অন্যান্য প্রতিষ্ঠানে যোগ দেয়ার নির্দেশনা দেয়। 

কারখানটিতে আগে থেকেই ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের কার্যক্রম পরিচালিত হতো জানিয়ে তিনি আরো বলেন, “বুধবার সকালে কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা সমাবেশ করে এবং কারখানা না সরানোর দাবি জানায়।”

বিশৃঙ্খলা এড়াতে শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয় বলে পরিদর্শক আরিফুর জানান।