গাজীপুরে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত

গাজীপুরের কোনাবাড়িতে ডাকাতি করতে এসে এলাকাবাসীর পিটুনিতে একজনের মৃত্যু হয়েছে।    

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 04:55 AM
Updated : 20 August 2014, 05:53 AM

কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের এসআই জাকির হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে মেঘলাল এলাকায় ওই ঘটনায় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এক নারী আহত হয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আড়াইটার দিকে ৮/৯ জন ডাকাত ওই এলাকার সফিক উদ্দিনের বাড়িতে ঢোকার চেষ্টা করে।

এ সময় শব্দ পেয়ে পাশের বাড়ির ভাড়াটিয়া জমিলা খাতুন বাইরে বেরিয়ে এলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে এবং সফিক উদ্দিনের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে।

এ সময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতরা পালাতে থাকে।

পালানোর সময় যোগিরচালা সেতুর পাশে পা পিছলে একজন পড়ে গেলে তাকে ধরে বেদম পিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

ডাকাতরা সফিকের বাড়িতে ঢুকলেও লুটপাট চালাতে পারেনি বলে এসআই জাকির জানান।

আহত জমিলাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।