তারেকের পিএস অপুর জামিন স্থগিত

চাঁদাবাজির এক মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নুর উদ্দিন ওরফে অপুকে দেয়া হাই কোর্টের জামিন আদেশ স্থগিত করেছে  আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2014, 03:20 PM
Updated : 19 August 2014, 03:40 PM

রাষ্ট্রপক্ষের একটি আবেদনের শুনানি করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. ইমান আলী মঙ্গলবার এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপুর পক্ষে ছিলেন জয়নুল আবেদীন ও মো. সগীর হোসেন লিওন।

ফাইল ছবি

সগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৮ সালে তারেক রহমানকে গ্রেপ্তারের দিন গুলশান থানায় এই মামলা হয়।

গত সোমবার এই মামলায় হাই কোর্টের একটি বেঞ্চ অপুকে ছয় মাসের জামিন দেয়।

এর বাইরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরেকটি মামলায় গ্রেপ্তার রয়েছেন অপু।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলেকে সাব্বির হত্যা মামলা থেকে বাঁচাতে ঘুষ-লেনদেনের অভিযোগে করা ওই মামলার তদন্ত করেছে দুদক।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে করা দুই মামলারই অভিযোগপত্রভুক্ত আসামি অপু।

বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে বিতর্কিত ‘হাওয়া ভবনের’ অন্যতম প্রভাবশালী ব্যক্তি অপু ২০০৭ সালে মালয়েশিয়া চলে যান বলে গণমাধ্যমের খবরে বলা হয়।

গত ১৭ জুন ঢাকায় ফেরার পর অপু ঢাকার মহানগর ২ নম্বর দ্রুত বিচার আদালতে আত্মসমর্পণ করলে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান বিচারক।