রাজধানীতে চার ভুয়া ডিবি আটক

রাজধানীতে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2014, 02:58 PM
Updated : 19 August 2014, 02:58 PM

এরা হলেন- মো. জাকির হোসেন ওরফে সুমন (২৭), মো. আবু বক্কর সিদ্দিক ওরফে রনি (২৮), মো. আলামিন (৩২) ও মো. ইকবাল হোসেন (২৫)।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) মাহমুদ নাসের জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইলের মা ও শিশু মেডিকেল ইনস্টিটিউট সংলগ্ন ওভারব্রিজের নিচ থেকে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে হাতকড়া, চাপাতি ও ছোরা উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রতারণা করার কথা স্বীকার করেছে,” বলেন এসি জনি।

আটকদের বিরুদ্ধে যাত্রাবাড়ী, বনানী, শাহআলী ও কাফরুল থানায় প্রতারণার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

এছাড়া খিলগাঁও থানার নন্দীপাড়া থেকে রাতে ডাকাত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে বলে সহকারী কমিশনার জনি জানিয়েছেন।

আটকরা হলেন- মো. আনিসুজ্জামান ওরফে জনি (৩০), মো. নুরুজ্জামান ওরফে নুরু ও মো. সুমন ভূঁইয়া (৩০)।