চট্টগ্রামে বীমা কর্মকর্তাকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বেসরকারি বীমা প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2014, 02:30 PM
Updated : 19 August 2014, 02:30 PM

মঙ্গলবার চট্টগ্রাম জন নিরাপত্তা ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতের বিচারক মো. মমিন উল্লাহ এ রায় দেন।

দণ্ডিত আশরাফ হোসেন বাবু (৩৬) ফটিকছড়ির আজিমপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে পলাতক।

এ মামলার আরেক আসামি ফটিকছড়ির ধুরং এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা কালুকে (৫৮) বেকসুর খালাস দিয়েছে আদালত।  

জন নিরাপত্তা ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী (বিশেষ পিপি) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আশরাফের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।

২০০৪ সালের ২ এপ্রিল ফটিকছড়ির কারাবালা টিলার পাহাড়ি এলাকায় বেসরকারি বীমা প্রতিষ্ঠান গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা নূর খালেক মাস্টার ছুরিকাঘাতে খুন হন।

এর আগে দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত হন প্রতিষ্ঠানটির কর্মী ‍আশরাফ। তবে তিনি নূর খালেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখছিলেন বলে মামলায় বলা হয়।

আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, গ্রাহকের কাছে নেয়ার কথা বলে বাসা থেকে নূর খালেককে ডেকে নেন আশরাফ। এরপর তাকে হত্যা করা হয়।

“গোলাম মোস্তফা কালু এ খবর নূর খালেকের বাড়িতে পৌঁছে দেন। মূলত আশরাফ হোসেনই হত্যাকাণ্ড ঘটান।”

এ ঘটনায় নূর খালেক মাস্টারের বাবা দানেশ মিয়া বাদী হয়ে ফটিকছড়ি থানায় আশরাফ হোসেন ও গোলাম মোস্তফাকে আসামি করে মামলা করেন।

২০০৪ সালের ২ অক্টোবর দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এর প্রায় পাঁচ বছর পর ২০০৯ সালের ১৬ জুন অভিযোগ গঠন করে আদালত।