স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

পাবনায় স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2014, 01:50 PM
Updated : 19 August 2014, 01:50 PM
মঙ্গলবার পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম হাসান ইমাম এ রায় দেন।

দণ্ডিত আব্দুল কাদের (৩৫) পাবনা সদরের দাপুনিয়া ইউনিয়নের মাধপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

পাবনা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আক্তারুজ্জামান মুক্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০ জন সাক্ষীর দেয়া তথ্য যাচাই বাছাই শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

এ মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন আজিজুল হক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন এডভোকেট আক্তারুজ্জামান মুক্তা।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ১১ জানুয়ারি রাতে আব্দুল কাদের তার স্ত্রী আলপনা খাতুন আসমাকে হত্যার পর বাড়ির পাশের একটি পুকুরে ডুবিয়ে রাখে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।