চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

চট্টগ্রামে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2014, 08:10 AM
Updated : 2 August 2014, 08:10 AM

শনিবার সকাল ও শুক্রবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।

শুক্রবার রাতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী বাজার এলাকায় বাস চাপায় মারা যান মহিউদ্দিন (২২)।

তিনি নগরীর কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের বোর্ড বাজার এলাকার নুর আহমদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহিউদ্দিন পিকনিক শেষে বান্দরবান থেকে বাসে করে ফিরছিলেন।

“দোহাজারী বাজার এলাকায় যানজটে আটকা পড়লে সে বাস থেকে নেমে দাঁড়ায়। পরে বাস চলতে শুরু করলে দৌড়ে উঠতে গিয়ে মহিউদ্দিন চাকায় পিষ্ট হন।”

গুরুতর আহত মহিউদ্দিনকে চমেক হাসপাতালে আনা হলে শুক্রবার রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্য ঘটনায় পটিয়া কলেজ বাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ঠাকুর প্রসাদ দাস (৫৫) নিহত হন।

তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঢেউতলা গ্রামের মৃত নিরঞ্জন দাসের ছেলে।

নায়েক আবুল বাশার বলেন, শুক্রবার রাতে পটিয়া কলেজ বাজার এলাকায় একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঠাকুর প্রসাদ গুরুতর আহত হন। রাত সাড়ে ১২টার দিকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে গেলে চার যাত্রী আহত হন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্রে জানা যায় আহতরা হলেন- সুব্রত ধর (১৮), যিশু ধর (১৯), রিনা ধর (৪৫) ও অপু ধর (২৮)।

আহতরা সবাই সাতকানিয়ার রামপুর বণিক পাড়া এলাকার বাসিন্দা। নগরীতে বিয়ে শেষে তারা বাড়ি ফিরছিলেন।