রাঙ্গুনিয়ায় আচার বিক্রিকে কেন্দ্র করে যুবক খুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আচার বিক্রির ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় এক যুবক মারা গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2014, 01:21 PM
Updated : 1 August 2014, 02:50 PM

বৃহস্পতিবার বিকালের ওই ঘটনায় আহত যুবক শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান বলে রাঙ্গুনিয়া থানার ওসি অলিউল্লাহ ওলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

নিহত আবু তাহের (২২) উপজেলার সরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজার এলাকার মো. ফয়জুল্লাহর ছেলে। তিনি আসবাবপত্রের ব্যবসা করতেন ।

ওসি ওলি বলেন, “বৃহস্পতিবার দুপুরে বাড়ি সংলগ্ন বাজারে আচার বিক্রি করছিল আবু তাহেরের ছোট ভাই আবুল বয়ান।

“কয়েকজন যুবক আচার খেয়ে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় বয়ান বাধা দিলে যুবকরা তাকে চড় মারে। বয়ান ক্ষিপ্ত হয়ে তাদের লক্ষ্য করে ইট ছোড়ে।”

তিনি বলেন, “বয়ান ইট ছুড়ে পালিয়ে গেলে বিকালে আবার দল বেঁধে বাজারে এসে বয়ানকে খুঁজতে থাকে ওই যুবকরা। এসময় বয়ানের ভাই তাহেরকে পেয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তারা।”

গুরুতর আহত তাহেরকে বৃহস্পতিবার রাতে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন তাহের মারা যায়।

পুলিশ কর্মকর্তা ওলি জানান, হামলাকারীরা ইউনিয়নের ভূমিরখীল এলাকার বাসিন্দা বলে গ্রামবাসী জানিয়েছে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ।