শেরপুরে ৩ শিবিরকর্মী গ্রেপ্তার

শেরপুর সদরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2014, 01:14 PM
Updated : 1 August 2014, 02:51 PM

শুক্রবার সদরের বুড়িয়ারপাড় গ্রাম থেকে গ্রেপ্তাররা হলেন স্থানীয় ইয়ানুস আলীর ছেলে কেরামত আলী (২৫), কুমরি মুদিপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে রাশেদুল ইসলাম (২৮) এবং নালিতাবাড়ী উপজেলার কাওয়াকুড়ি গ্রামের রহুল আমিনের ছেলে মাহফুজুর রহমান (৩০)।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, গ্রেপ্তার তিন জনের মধ্যে রাশেদুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সদ্য মাস্টার্স পরীক্ষা সম্পন্নকারী ছাত্র শিবির নেতা।

রাজশাহীতে তার নামে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই জাফর আলী খান জানান, সকাল ১১টার দিকে বুড়িয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনার এক বৈঠক করেন।

বৈঠক শেষে ফেরার পথে দুপুর ১২টার দিকে ডিবি পুলিশ ওই তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বলে এসআই জাফর জানান।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়েরে প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।