মসজিদের নাম নিয়ে সংঘর্ষ, নিহত ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় একটি মসজিদের নামকরণ করা নিয়ে দুদলের সংঘর্ষে এক মুসল্লি নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2014, 12:08 PM
Updated : 1 August 2014, 12:08 PM

ফরিদপুর গ্রামে শুক্রবার জুম্মার নামাজের পর এ সংঘর্ষে নিহত আব্দুল জলিল (৬০) ওই গ্রামের প্রয়াত সোবহান মন্ডলের ছেলে।

আলমডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ফরিদপুর গ্রামের স্কুলপাড়ায় কিছুদিন আগে একটি মসজিদ নির্মাণ করা হয়। এটির নামকরণ করা হয় স্কুলপাড়া জামে মসজিদ। এখানে গ্রামের চারটি মহল্লার লোকজন নামাজ পড়তে আসেন।

শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের পুনঃনামকরণের প্রসঙ্গ উঠলে মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে মসজিদের পাশের দোকানে বসে থাকা কিছু মুসল্লিকে লক্ষ্য করে প্রতিপক্ষের লোকজন ইট নিক্ষেপ করে।

এতে আব্দুল জলিলের মাথায় ইটের আঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে ওসি জানান।