নিউ ইয়র্কে কবিতায় গাজায় হামলার প্রতিবাদ

কবিতা পাঠের মধ্য দিয়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি কবি-সাহিত্যিকরা।

যুক্তরাষ্ট্র প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2014, 11:25 AM
Updated : 1 August 2014, 11:25 AM

ফিলিস্তিনিদের রক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থতার জন্য জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিন্দা জানান তারা।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের মুক্তধারায় পালিত হয় ‘আগ্রাসনের বিরুদ্ধে কবিতা’ শীর্ষক এ কর্মসূচি।

কবি ও লেখক ফকির ইলিয়াসের সঞ্চালনায় কর্মসূচির শুরুতে সদ্য প্রয়াত কবি নবারুন ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

কবিতা পাঠের সময় কবিতার প্রতিটি পংক্তিতে ইসরায়েলের নিষ্ঠুরতার নিন্দা জানানো হয়।

কবিতায় ধ্বনিত হয় গাজায় ইসরায়েলি আগ্রাসনের পাশাপাশি বিশ্বব্যাপী মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

আবৃত্তি করেন শামস আল মমীন, তমিজউদ্দিন লোদি, লিয়াকত আলী, খান শওকত, এজাজ আলম, সোনিয়া কাদির, মাকসুদা আহমেদ, আহমেদ ছহুল, হোসেন শাহরিয়ার তৈমুর, মিলি সুলতানা, কাজী আতিক, আদনান সৈয়দ প্রমুখ।

ইসরায়েলি হামলার প্রতিবাদে শনিবার বিকালে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আরেকটি বিক্ষোভ কর্মসূচি আহ্বান করা হয়েছে।

গত তিন সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে দেড় হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।